জাকসু নির্বাচনে বিজয়ীরা কে পেলেন কত ভোট

Sadek Ali
জাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

ভিপি পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ৩,৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩,৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ২,৩৫৮ ভোটে জয় পান ফেরদৌস আল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৩,৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

অন্য পদগুলোতে যারা নির্বাচিত হয়েছেন—

* শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা (২,৪২৮ ভোট)

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

* পরিবেশ সম্পাদক: মো. শাফায়েত মীর (২,৮১১ ভোট)

* সাহিত্য সম্পাদক: মো. জাহিদুল ইসলাম (১,৯০৭ ভোট)

* সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (২,০১৮ ভোট)

* সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. রায়হান উদ্দীন (১,৯৮৬ ভোট)

* নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম (১,৯২৯ ভোট)

* ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরন (৫,৭৭৮ ভোট)

* সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা (১,৯৭৬ ভোট)

* সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদী হাসান (২,১০৫ ভোট)

* তথ্য ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন (২,৪৩৬ ভোট)

* সমাজসেবা সম্পাদক: আহসাব লাবিব (১,৬৯০ ভোট)

* সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ): মো. তৌহিদ হাসান (২,৪৪২ ভোট)

* স্বাস্থ্য সম্পাদক: হুসনী মোবারক (২,৬৫৩ ভোট)

* পরিবহন সম্পাদক: মো. তানভীর রহমান (২,৫৫৯ ভোট)

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—

* মো. আবু তালহা (১,৮৫৪ ভোট)

* মো. তরিকুল ইসলাম (১,৭৪৬ ভোট)

* নুসরাত জাহান ইমা (৩,০১৪ ভোট)

* ফাবলিহা জাহান (২,৪৭৫ ভোট)

* নাবিলা বিনতে হারুন ও মোহাম্মদ আলী চিশতীও জয়ী হয়েছেন।

ভোটার ও অংশগ্রহণ

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ৮ হাজার ৩টি ভোট কাস্ট হয়, যা মোট ভোটের প্রায় ৬৮ শতাংশ। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। তাদের মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে। ছেলেদের ১১টি ও মেয়েদের ১০টি হলে ভোট হয়। মোট বুথ ছিল ২২৪টি।