ঢাবি ছাত্রীকে নির্যাতনের অভিযোগে তেজগাঁওয়ে হোস্টেল পরিচালক আটক

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:২০ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে রাজধানীর তেজগাঁও থেকে এক হোস্টেল পরিচালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে তেজগাঁও কলেজের পাশে অবস্থিত ‘স্বপ্ননিবাস হোস্টেল’-এ এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২০২৪২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষার্থীর এক অতিথি হোস্টেল পরিদর্শনে গেলে পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। অতিথি টাকা দিতে রাজি না হলে তিনি শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং পরবর্তীতে মারধর করে কক্ষে আটকে রাখেন। একপর্যায়ে ছাত্রীটি অচেতন হয়ে পড়লে অন্য শিক্ষার্থীরা চিৎকার দিলে বিষয়টি বাইরে জানা যায়।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

জানা গেছে, হোস্টেল পরিচালক রাজিয়া বেগম ছাত্রীটিকে হাসপাতালে নেওয়ার প্রচেষ্টাতেও বাধা দেন। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রনেতা ঘটনাস্থলে যান এবং শেরেবাংলা থানায় যোগাযোগ করেন। উপস্থিত ছিলেন জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি ও হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদক।

শেরেবাংলা থানার ডিউটি অফিসার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং রাজিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরও বলেন, “অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পেছনের কারণ ও অন্যান্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছেতারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।