স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ছাত্র অধিকার পরিষদের ৫ দফা দাবি
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জরুরি সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। তারা অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উত্থাপিত পাঁচ দফা দাবি হলো—
আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ে ডাকসুর মার্চ
প্রথমত, চরম ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
দ্বিতীয়ত, ফ্যাসিবাদের প্রত্যক্ষ দোসর হিসেবে আখ্যায়িত জাতীয় পার্টির সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ রোধে নির্বাচন কমিশন-কে প্রয়োজনীয় পরিপত্র জারি করতে হবে।
আরও পড়ুন: শহীদ মিনারে আজ ইনকিলাব মঞ্চের সর্বদলীয় সমাবেশ
তৃতীয়ত, আওয়ামী লীগ ও ১৪ দলের কোনো নেতা-কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে—সে বিষয়ে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট নির্দেশনা জারি করার দাবি জানানো হয়।
চতুর্থত, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শরীফ ওসমান হাদীর হত্যাচেষ্টার ঘটনায় ভারতে পলাতক ফয়সাল করিম মাসুদ (দাউদ খান) ও আলমগীরকে আগামী তিন দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। অন্যথায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
পঞ্চমত, গত ২৯ আগস্ট ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হামলায় জড়িত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের ব্যর্থতারই প্রতিফলন। দ্রুত এসব দাবির বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।





