নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে বাদ ১৪৪ দল, ১৫ দিনের সময় দিল ইসি
নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে নির্বাচনের জন্য আবেদন করা ১৪৪টি নতুন রাজনৈতিক দলের কেউই নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি।
মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, এসব দলের আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্রে বিভিন্ন ঘাটতি রয়েছে। তাই সংশ্লিষ্ট দলগুলোকে ১৫ দিনের মধ্যে এসব ঘাটতি পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
ইসি জানায়, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, কোনো দলেরই আবেদনপত্র পূর্ণাঙ্গ নয়। এর মধ্যে প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হয়েছে। বাকি ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণ না করলে সংশ্লিষ্ট দলের নিবন্ধনের আবেদন বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ২০ এপ্রিল নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। পরে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়।
আরও পড়ুন: ভোটের সম্ভাব্য তারিখ জানালেন ইসি আনোয়ারুল ইসলাম
মোট ১৪৪টি দল ওই সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করে। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর মধ্যে অনেকেই দলীয় কাঠামো, কার্যনির্বাহী কমিটি, দলীয় গঠনতন্ত্র, কেন্দ্রীয় কার্যালয় বা জেলা পর্যায়ে কার্যক্রম সংক্রান্ত প্রমাণাদি সঠিকভাবে জমা দিতে পারেনি।
তবে কমিশন মনে করছে, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে তাদের সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন। সেজন্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ঘাটতি পূরণে আহ্বান জানানো হয়েছে।





