মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিক

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৩ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটক, চলচ্চিত্র ও মঞ্চের শক্তিশালী অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। অভিনয় ও নির্মাণের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে বেশ সক্রিয় তিনি। নিজ জেলা টাঙ্গাইলের রাজনীতির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় এ অভিনেতাকে।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। বিশেষ করে ঢাকা-১৭ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে সবার নজর কেড়েছেন সিদ্দিক।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

রোববার (২০ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন বলে সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন সিদ্দিক। তিনি বলেন, আসন্ন ৭ জানুয়ারি-২০২৪, দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ এলাকার জন্য আওয়ামী লীগের দুইটি মনোনয়ন ফরম কিনলাম।

তিনি আরও বলেন, আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই।

আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল

এদিকে কয়েক মাস আগে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন তিনি।