মঙ্গল গ্রহে প্রথমবার বজ্রপাতের মতো শব্দ ধারণ করল নাসার রোভার

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩৩ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাসার পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার প্রথমবারের মতো মঙ্গল গ্রহে বজ্রপাতের মতো শব্দ ধারণ করেছে। ধূলিঝড়ের সময় ধূলিকণাবাহিত বৈদ্যুতিক নির্গমন থেকে উৎপন্ন ক্ষীণ আওয়াজ রোভারটির মাইক্রোফোনে ধরা পড়ে যা মঙ্গলের পরিবেশে বিদ্যুৎ-সংশ্লিষ্ট শব্দ নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণায় নতুন তথ্য হিসেবে যুক্ত হলো।

২০২১ সালে মঙ্গল গবেষণার উদ্দেশ্যে পাঠানো রোভারটি একটি ধূলিঝড়ের ভেতর দিয়ে যাওয়ার সময় এই শব্দ ধারণ করে। নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, অন্যান্য পরীক্ষা চলার সময় রোভারটি অনাকাঙ্ক্ষিতভাবে সুপারক্যামের মাইক্রোফোনে ধুলিকণার বৈদ্যুতিক প্রবাহের কর্কশ শব্দ রেকর্ড করে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে ইউটিউবের সতর্কবার্তা, শিশুদের ঝুঁকি বাড়বে

ফ্রান্সের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন অ্যাস্ট্রোফিজিকস অ্যান্ড প্ল্যানেটোলজির গবেষকেরা দুই মঙ্গলীয় বছর—পৃথিবীর হিসেবে ১,৩৭৪ দিন—ধরে রেকর্ড করা ২৮ ঘণ্টার অডিও বিশ্লেষণ করে এই ক্ষীণ শব্দ শনাক্ত করেন।

গবেষক ব্যাপটিস্ট চাইড জানান, সেন্টিমিটার আকারের ক্ষুদ্র স্ফুলিঙ্গ থেকে উৎপন্ন এই বিদ্যুৎ-চমক রোভারের প্রায় ছয় ফুট দূরে ঘটেছিল। যদিও এটি পৃথিবীর বজ্রপাতের মতো শক্তিশালী নয়, তবুও শব্দটি রোভারের সংবেদনশীল যন্ত্রে ধরা পড়ে।

আরও পড়ুন: ঢাবিতে এআই ও আধুনিক শিক্ষণ কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

তবে বিজ্ঞানী ড্যানিয়েল প্রিচার্ড এই শব্দকে সরাসরি বজ্রপাত হিসেবে চিহ্নিত করা নিয়ে সতর্কতা জানিয়েছেন। তার মতে, “শুধু শব্দ শোনা গেছে বলেই সত্যিই মঙ্গলের বজ্রপাত হয়েছে—এটি নিশ্চিতভাবে বলা যায় না।”

বিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গলের ধূলিঝড়ে ধুলো ও বালুর ঘর্ষণে এমন বৈদ্যুতিক চার্জ তৈরি হওয়াই এই ক্ষীণ শব্দের উৎস। সূত্র: টাইমস অব ইন্ডিয়া