ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩২ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই ভিন্ন আয়োজনে দেশি–বিদেশি চার ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা। একটি আয়োজনে থাকছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’, আর অন্য মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের আলোচিত ব্যান্ড সোনার বাংলা সার্কাস।

প্রাইমওয়েভ কমিউনিকেশনস আয়োজিত ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’ কনসার্টে অংশ নিতে আজ ঢাকায় উপস্থিত থাকবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। তাদের সঙ্গে পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড—শিরোনামহীন ও মেঘদল। ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে টোট্টেং কমিউনিকেশন।

আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল

আয়োজকদের মতে, ২৭ বছর ধরে সেমি ক্লাসিক্যাল ঘরানার পরিবেশনায় উপমহাদেশজুড়ে জনপ্রিয় কাভিশের বাংলাদেশেও রয়েছে বিপুল শ্রোতা। তাই তাদের সঙ্গে শিরোনামহীন ও মেঘদলের সমন্বয়ে আয়োজিত এই কনসার্টটি স্মরণীয় হয়ে থাকবে বলে তারা আশা করছেন।

ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের কোর্ট সাইডে আয়োজিত কনসার্টটি শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়। দর্শকদের জন্য ভেন্যুর গেট খোলা হবে বিকেল ৩টা থেকে। টিকিট সংগ্রহের মাধ্যমে দর্শকরা এই আয়োজন উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: ইডির তলবে হাজিরা দিলেন অভিনেত্রী নেহা শর্মা

একই দিনে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শিরোনামের আরেকটি সাংস্কৃতিক আয়োজন। রাশিয়ান জনকূটনীতির ১০০ বছর পূর্তি এবং বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে রাশিয়ান হাউস ঢাকার সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করেছে জাম্পস্টার্ট ইনক।

এতে পারফর্ম করবে ব্যান্ড সোনার বাংলা সার্কাস। পাশাপাশি থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য। আয়োজকদের ভাষ্য, সংগীত ও শিল্প মানুষকে একত্রিত করে—এটি সেই বন্ধুত্ব, সংস্কৃতি ও একতার উৎসব যা রাশিয়া ও বাংলাদেশের মানুষের সম্পর্ককে আরও গভীর করবে।

এই আয়োজন আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে এবং সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।

দুই ভিন্ন মঞ্চে চার ব্যান্ডের পরিবেশনা ঘিরে কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। অংশ নেওয়া ব্যান্ডগুলোর সদস্যরাও জানিয়েছেন, এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় বছরের বিভিন্ন সময়ে আয়োজন করা হলে শ্রোতারা আরও সমৃদ্ধ হবেন।

দর্শক ও আয়োজকরা আশা করছেন, দুই ভিন্ন মঞ্চে আজকের পরিবেশনা দীর্ঘদিন সঙ্গীতপ্রেমীদের মনে অনুরণন সৃষ্টি করবে।