দেশবাসীর সমর্থনই আমাদের শক্তি: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৭ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত ভালোবাসা ও সমর্থনই তাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অনুভূতির কথা তুলে ধরেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ-বিদেশ থেকে যেভাবে মানুষ শুভকামনা, প্রার্থনা ও সহমর্মিতা জানাচ্ছে—তা তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

তারেক রহমান লিখেন, কঠিন সময়ে মানুষের ঐক্য ও সংহতি তাদের পরিবারকে শক্তি জোগাচ্ছে। মমতাময়ী নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার সঙ্গে আমরাও দোয়া করছি। তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।