বাংলাদেশে আসছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘ডানকি’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৭:৫৮ পূর্বাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ভক্তরা মুখিয়ে থাকেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন নতুন সব সিনেমাগুলো দেখার জন্য। ইতোমধ্যে শাহরুখ অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ বাংলাদেশে ভালো ব্যবসা করেছে। এবার বাংলাদেশে আসছে বলিউড বাদশাহর নতুন সিনেমা ‘ডানকি’।
আগামী ২১ ডিসেম্বর সারা বিশ্বে মুক্তি পাবে কিং খানের ‘ডানকি’। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে বিশ্বব্যাপী তুমুল আগ্রহ তৈরি হয়েছেন দর্শকদের মাঝে।
জানা গেছে, ভারতের সঙ্গে এ দিন বাংলাদেশেও ‘ডানকি’ মুক্তি দেওয়ার চেষ্টা করছে সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’ ও ‘কিবরিয়া ফিল্মস’। এরই মধ্যে নাকি ‘ডানকি’ আমদানির বিষয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে যোগাযোগ করেছে ‘অ্যাকশন কাট’।
বুধবার (১৩ ডিসেম্বর) ‘অ্যাকশন কাট’র কর্ণধার অনন্য মামুনের মুম্বাই যাওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘কিবরিয়া ফিল্মস’র কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।
তিনি বলেন, যৌথভাবে আমি আর মামুন শাহরুখের এই সিনেমাটি আমদানি করব। এ সপ্তাহে আমাদের পরিবেশনায় ভারতে মুক্তির পাশাপাশি মুক্তি পাবে সিনেমাটি।
কিবরিয়া লিপু আরও বলেন, বর্তমানে সেটা নিয়েই ব্যস্ত রয়েছি। এর আগেও আমরা যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছি। সব ঠিক থাকলে হয়তো আগামী রবিবারই ‘ডানকি’ সেন্সরে জমা দিতে পারব। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চাই আমরা।
জানা গেছে, গত ৭ বছরে শাহরুখের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, তারমধ্যে সবথেকে কম বাজেটের সিনেমা এটি। মাত্র ৮৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘ডাংকি’। উল্লেখ্য, এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নেই।
ডাঙ্কি পরিচালনা করেছেন রাজকুমার হিরানী।  অভিজাত জোশী এবং কণিকা ধিলোনের সাথে চিত্রনাট্যও লিখেছেন হিরানী। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং জিও স্টুডিওর ব্যানারে নির্মিত হিন্দি ভাষার এই কমেডি নাট্য চলচ্চিত্রতে অভিনয় করেছেন শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশল এবং বোমান ইরানি।