এবার এমপি হতে চান অপু বিশ্বাস

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন ধরেই রাজনীতিতে যুক্ত হতে চান চিত্রনাইকা অপু বিশ্বাস । ২০১৯ সালের জাতীয় নির্বাচনে কিনেছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিন্তু সে বার দলীয় মনোনয়ন না পেলেও, এ বছর আশাবাদী তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নায়িকার কাছে জানতে চাওয়া হয়, আগামীতে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছে আছে কিনা? এসময় অপু বলেন, আমি এবার সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়ন নিতে চাইছি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আফতাবনগরে নিজের রেস্তোরাঁয় আয়োজিত ‘ট্র্যাপ’ নামে একটি সিনেমার সংবাদ সম্মেলনে অভিনেত্রী জানান, তিনি এবার সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে চান। এও জানান, নারী উন্নয়নে কাজ করার ইচ্ছা তার।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

অপু বিশ্বাস বলেন, "তফসিল ঘোষণার পরই সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করব। একজন জনপ্রতিনিধি নয়, প্রত্যেকটা মা-বোনদের কাছের এবং পাশের মানুষ হয়ে উঠতে চাই। আমি নারীদের নিয়ে কাজ করতে চাই। এটিই আমার মূল লক্ষ্য। এটিই আমার স্লোগান।"

অভিনেত্রী আরও বলেন, "আমি যদি এখন কাউকে সহায়তা করতে যাই তাহলে তারা সবাই প্রযোজক-অভিনেত্রী হিসেবে বিবেচনায় রাখবেন। কিন্তু সেই পরিচয় ছাপিয়ে আমি একজন জনপ্রতিনিধি হয়ে তাদের বিশ্বাস ও আস্থার মানুষ হতে চাই। তাদের জন্য কাজ করতে সংসদে যেতে চাই।"

আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল

এ সময় অপু বিশ্বাস দাবি করেন, রাজনীতিতে তিনি নতুন নন। জানান, গত পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি রাজনীতির মাঠে কাজ করছেন। আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে সম্প্রতি গণভবনে যান অপু বিশ্বাস। প্রধানমন্ত্রীর সঙ্গে অপু বিশ্বাসের ফুল হাতে সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই নায়িকা।

পেশাগত কাজের ক্ষেত্রে আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ট্র্যাপ’। সেখানে তার বিপরীতে নায়ক রয়েছেন জয় চৌধুরী। সিনেমাটি নিয়ে কথা বলতেই শনিবার নিজ মালিকানাধীন রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডেকেছিলেন নায়িকা।