চরকিতে আসছে 'পেয়ারার সুবাস'

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৪ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দাপুটে অভিনেতা আহমেদ রুবেল অভিনীত শেষ সিনেমা 'পেয়ারার সুবাস' সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। চলতি মাসেই সিনেমাটি স্ট্রিমিং করা হবে বলে জানিয়েছেন চরকির প্রধান নির্বাহী নির্মাতা রেদওয়ান রনি। এ বছরের ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'পেয়ারার সুবাস'। এর আগে সিনেমাটির প্রিমিয়ার শো দেখতে এসে পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আহমেদ রুবেল।

রনি বলেন, আমাদের প্রিয় অভিনেতা আহমেদ রুবেলের অভিনীত সর্বশেষ সিনেমা ‘পেয়ারার সুবাস’ প্রেক্ষাগৃহের পর এখন মুক্তি পাচ্ছে চরকিতে। শিল্পী বাঁচে তার কাজ দিয়েই। আহমেদ রুবেলও তার কাজ ও শিল্প দিয়েই বেঁচে থাকবেন আমাদের মাঝে।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

‘পেয়ারার সুবাস’ আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে চরকিতে দেখা যাবে। ৯২ মিনিটের এই সিনেমাতে আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই।

প্রসঙ্গত, গত বছর আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’