কিংবদন্তি অভিনেতা লি সুন-জায়ে আর নেই

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩২ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান অভিনেতা ও জনপ্রিয় সিটকম ‘হাই কিক’-এর তারকা লি সুন-জায়ে আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। হোয়েরিয়ংয়ে (বর্তমানে উত্তর কোরিয়ার অংশ) ১৯৩৪ সালে জন্ম নেওয়া এই অভিনেতা কোরীয় যুদ্ধের আগে পরিবারসহ সিউলে চলে আসেন। খবরবিবিসি।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রাবস্থায় তাঁর অভিনয় ক্যারিয়ারের সূচনা। ১৯৫৬ সালে ‘বিয়ন্ড দ্য হরাইজন’ নাটকের মধ্য দিয়ে মঞ্চে অভিষেক ঘটে তাঁর। এরপর টানা ছয় দশক ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বহু প্রজন্মকে মুগ্ধ করেছেন।

আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল

দীর্ঘ কর্মজীবনে লি সুন-জায়ে অভিনয় করেছেন আনুমানিক ১৪০টিরও বেশি উল্লেখযোগ্য নাটকে। বিশেষ করে ‘হাই কিক থ্রু দ্য রুফ’ সিটকমে তাঁর অভিনয় তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। ঐতিহাসিক নাটক ‘দ্য কিং’স ফেস’-এ তাঁর শক্তিশালী চরিত্রায়নও দর্শকের মন জয় করে।

সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্সে জনপ্রিয় সিরিজ ‘নাবিলেরা’-তে তিনি এক বৃদ্ধ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সংগ্রামের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান। এছাড়া ‘ডিয়ার মাই ফ্রেন্ডস’, ‘সেজং’, ‘ফাদার’স হাউজ’ এবং ‘দ্য গ্রেট কিং’ তাঁর স্মরণীয় কাজের তালিকায় রয়েছে।

লি সুন-জায়ে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রজন্মের টেলিভিশন অভিনেতাদের একজন হিসেবে বিবেচিত। ১৯৬০-এর দশকের পরীক্ষামূলক টিভি যুগ থেকে শুরু করে বর্তমানের বিশ্বব্যাপী জনপ্রিয় কে-ড্রামা ইন্ডাস্ট্রির মধ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করেছেন।