গাজীপুরে হাত-পা বাঁধা অবস্থায় টাওয়ার নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

Any Akter
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি মোবাইল ফোন টাওয়ারের কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় মীর আলতাব হোসেন (৬৫) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পূবাইলের মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকার ওই টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলতাব হোসেন স্থানীয় মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ারটির নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে

পরিবার ও পুলিশ সূত্র জানায়, টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে আলতাব হোসেনের ছেলে সবুজ টাওয়ারে গিয়ে বাবার হাত–পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন,  হাত–পা বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি।

আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা সুস্পষ্ট কারণ জানা যায়নি। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং উদ্দেশ্য কী তা উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।