সৌদির কাছে অস্ত্র বিক্রিতে ইতালির নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিরীহ ইয়েমেনিদের বিরুদ্ধে ব্যবহৃত হবে বলে ইতালি সরকার সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা তুলে নিয়েছে।
বুধবার এক বিবৃতিতে ইতালি সরকার জানিয়েছে, সেই অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড
সৌদি আরব আমদানি করা অস্ত্র ইয়েমেন সংঘাতে সাধারণ মানুষের ওপর ব্যবহার করায় ইতালি সরকার ২০১৯ এবং ২০২০ সালে দেশটির (সৌদি আরব) ওপর অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে ।
ইতালি সরকার জানিয়েছে, পরিস্থিতি পরিবর্তন হওয়ায় সৌদির ওপর নিষেধাজ্ঞা আর প্রয়োজন নেই। ইতালি সরকার সৌদি আরবের সাম্প্রতিক শান্তি উদ্যোগের প্রশংসাও করেছে।
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য
গতমাসে সংযুক্ত আরব আমিরাতের কাছে ইতালি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। সূত্র: আল আরাবিয়া