জেলেনস্কি বলেন

ইউক্রেনে বিমান কারখানা ও রক্তদান কেন্দ্রে রাশিয়ার হামলা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৩ | আপডেট: ৪:৩৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগরে রুশ ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। সে হামলার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ইউক্রেনের সরকারি বিমান কোম্পানি মোটোর সিচ এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি ব্লাড ব্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেমেলিনৎস্কিতে অবস্থিত কারখানাটিতে সামরিক ও বেসামরিক বিমান ও হেলিকপ্টারের ইঞ্জিন ও যন্ত্রাংশ তৈরি হতো। তাই কৌশলগত কারণে ইউক্রেনের কাছে এই কারখানাটি বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কঠিন হুঁশিয়ারি দিলেন মোদি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ছুড়ে দেওয়া বোমা উত্তর-পূর্ব ইউক্রেনের একটি রক্তদান কেন্দ্রে আঘাত করেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। খবর- বিবিসি

তিনি বলেন, শনিবার রাতে খারকিভ অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। উদ্ধারকারীরা সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য

হামলাকারীদের ‘পশু’ সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি আরও বলেন, (লড়াই করে) সন্ত্রাসীদের পরাজিত করা সবার জন্য সম্মানের বিষয়। রক্তদান কেন্দ্রে এই হামলা এমন একটি অপরাধ, যা রুশ আগ্রাসন ‘চোখে আঙুল দিয়ে’ দেখিয়ে দেয়।

হামলায় কতজন নিহত ও আহত হয়েছেন তা উল্লেখ করেননি জেলেনস্কি। এ ঘটনায় রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি। বিবিসি তাৎক্ষণিকভাবে হামলার বিষয়টি যাচাই করতে পারেনি বলে উল্লেখ করেছে। সূত্র : এএফপি ও বিবিসি