গাজার আল-শিফা হাসপাতালকে ডেথ ‘জোন' আখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৩ | আপডেট: ৫:২০ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরাইলি হামলার শুরুর পর থেকে গাজার সর্ববৃহৎ যে হাসপাতালকে চিকিৎসার পাশাপাশি অনেক ফিলিস্তিনবাসী নিরাপদ স্থান ভেবে আশ্রয় নিয়েছিলেন সেই আল-শিফা হাসপাতালকে ডেথ জোন হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে হাসপাতালে যারা অবস্থান করছেন, তাদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। খবর আলজাজিরার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২৯১ রোগী ও ২৫ স্বাস্থ্যকর্মী এখনো হাসপাতালের ভেতরে রয়েছেন। সংস্থাটি বলছে, হাসপাতালের ভেতরে তারা এক ঘণ্টা অবস্থান নিতে সক্ষম হয়। আর এই এক ঘণ্টার পরিদর্শনে হাসপাতালকে ডেথ জোন হিসেবে আখ্যা দেন তারা।

আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা

এর আগে শনিবার হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়ে এক ঘণ্টার মধ্যে রোগীদের হাসপাতাল ছাড়ার আলটিমেটাম দেয় ইসরাইলি বাহিনী। 

ইসরাইলি আগ্রাসন থেকে বাঁচতে হাসপাতালের বারান্দায় আশ্রয় নিয়েছিল আড়াই হাজারের মতো বাসিন্দা।

আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশুদ্ধ পানি, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার অভাবে আল-শিফা হাসপাতাল হিসেবে কাজ করা বন্ধ করে দিয়েছে।

গত দেড় মাসে গাজায় ইসরাইলি হামলায় ১২ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল, স্কুল, মসজিদ বা অ্যাম্বুলেন্স কোনো কিছুই হামলার হাত থেকে বাদ যাচ্ছে না।