নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:০২ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা দুইদিনের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওলির সচিবালয় এক বিবৃতিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান বিক্ষোভের কারণে ওলির ওপর চাপ বাড়ছিল। অবশেষে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আরও পড়ুন: ইরানের দেহদাশতে মিলল সাত হাজার বছরের প্রাচীন গ্রাম

এর আগে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল। বিক্ষোভকারীরাও সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ করেন।

ওলির পদত্যাগের পর নেপালের নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প