মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়িয়েছে কুয়ালালামপুরে

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৩ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) সকালে টাওয়ারের তৃতীয় ভবনের ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ঘটনার পরপরই টাওয়ার থেকে ঘন ধোঁয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

অনেকেই ভবনের ভেতরে আটকে পড়ার আশঙ্কা প্রকাশ করেন। কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (JBPM) পরিচালক হাসান আস'আরী ওমর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান,আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক ফায়ার ইঞ্জিন ও দমকলকর্মী ঘটনাস্থলে পাঠিয়েছি। আগুন নিয়ন্ত্রণের কাজ দ্রুতই শুরু হয়।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

দমকলের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের তীব্রতা কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে এবং ভবনের ভেতরে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেস্তোরাঁর রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

বিশ্বখ্যাত এই পেট্রোনাস টাওয়ার মালয়েশিয়ার সবচেয়ে পরিচিত স্থাপনাগুলোর একটি এবং কুয়ালালামপুরের অন্যতম পর্যটনকেন্দ্র। দুটি টাওয়ার মিলে তৈরি এই ভবন একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল।

আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন