জাপানের হোক্কাইডোতে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৮ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে সোমবার সন্ধ্যায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কর্তৃপক্ষ ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবের ফলে উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে হোক্কাইডো অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।

আরও পড়ুন: থাই–কম্বোডিয়া সীমান্তে নতুন সংঘাত: ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি উদ্যোগ

প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে জাপানের বিভিন্ন উপকূলে উচ্চমাত্রার সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। জেএমএ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার জন্য উপকূলীয় অঞ্চলগুলো ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই