ভোররাতে কাতার এয়ারএম্বুলেন্স যাত্রা
খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডন ক্লিনিকে
বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় ব্রিটেনের লন্ডন ক্লিনিকে নেয়া হচ্ছে। কাতার আমিরের দোয়া বিশেষ এয়ার এম্বুলেন্সে ভোররাতে তাকে যুক্তরাজ্যে পাঠানো হবে। খালেদা জিয়াকে নেয়ার জন্য বড় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশে চলে এসেছেন। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবারই ঢাকায় এসে চিকিৎসায় অংশ নিয়েছেন। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া এর আগে চিকিৎসা নিয়েছিলেন।
বৃহস্পতিবার বেলা তিনটার আগে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, কাতার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সহযোগিতা দেবে। বৃহস্পতিবার সকালে কাতারের পক্ষ থেকে এ তথ্য বিএনপিকে জানানো হয়েছে।
আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা
জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাঁকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ মধ্যরাতের পরে বা আগামীকাল ভোরে তাঁকে লন্ডনে নেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, বিদেশযাত্রার সময় দেশি–বিদেশি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং অ্যারোনটিক্যাল ফিজিশিয়ান খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। বিমানে সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী
বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু ভাবা হচ্ছে না। আজ তিনবার বিশেষজ্ঞদের সঙ্গে ভার্চ্যুয়ালি মিটিং হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সরাসরি দেখে গেছেন। তাদের সবার সঙ্গে সর্বশেষ আলোচনা সম্পন্ন হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর অশেষ রহমতে খালেদা জিয়া আবার আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসবেন।”
এরই মধ্যে ১২ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। এদিকে তাঁকে নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে।
হাসপাতাল সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।
বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণে যে জটিলতা তৈরি হয়েছিল, তাতে কিছুটা উন্নতি হয়েছে। তবে হৃদ্যন্ত্রে জটিলতা রয়ে গেছে। অন্যান্য সমস্যাগুলো প্রায় অপরিবর্তিত রয়েছে।
গতকাল রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যুক্ত হন। এর আগে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় এসে হাসপাতালে তাঁকে দেখেন এবং সর্বশেষ পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেন।





