রঙ দিলে কি চুল দ্রুত পেকে যায়?

কালোচুল মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু বহু লোকেরই অল্প বয়সে চুল পেকে যায়। এটা অস্বাভাবিকও নয়। কিছু মানুষের চুল অসময়ে পাকে। এজন্য অনেকে চুলে রঙ ব্যবহার করাকে দায়ী করেন।
দামে সস্তা ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত রঙ চুলে ব্যবহার করলে ক্ষতি হতে পারে। অনেকে ধারণা করেন চুলে বুঝি রং করলেই পাকে। কিন্তু রঙ করলেই চুল পাকে তার কোনো ভিত্তি নেই। রঙ দিলে চুল দ্রুত পেকে যায় না।
আরও পড়ুন: রঙ ফর্সাকারী ক্রিমে যে ভয়ংকর ক্ষতি হচ্ছে আপনার
বিশেষজ্ঞদের অভিমত হল, বয়সের কারণে ফলিকল থেকে চুলে পাক ধরে। আবার অনেকের জিনগত সমস্যার কারণেও চুলে পাক ধরতে পারে। অর্থাৎ ফলিকলে বিরূপ প্রভাবই চুল পাকায়। চুলে রঙ করা হলে ফলিকল পর্যন্ত পৌঁছায় না, রঙ চুলের ওপরের স্তরেই থাকে। তাই চুলে রঙ করা হলেও কি না হলেও কি চুল পাকতে পারে স্বাভাবিকভাবেই। তাই চুলে রঙ দিতে আপনার কোনো বাধা নেই। রাসায়নিক উপাদানহীন রঙ ব্যবহার করা যেতে পারে।
যারা চুল নিয়ে চিন্তিত তারা ফলিকল কিভাবে ভালো রাখা যায় তা জানা দরকার। হেয়ার ফলিকলের মাধ্যমে পুষ্টি দেহ থেকে চুলে যায়। তাই আমরা যদি ঘন, সুস্থ, সতেজ ও মজবুত চুল চাই তবে তার জন্য প্রচুর সবুজ শাক, সবজি, ফল, কার্বোহাইড্রোট, প্রোটিন ও ফ্যাট সমৃদ্ধ সুষম খাবার খাওয়া দরকার। সেই সঙ্গে প্রচুর বিশুদ্ধ পানি। মনে রাখবেন আপনার দেহ সুস্থ ও নীরোগ থাকলেই ভাল থাকবে চুল। আর চুলের সৌন্দর্য আপনাকে করবে আরো আকর্ষণীয়। সূত্র: হিন্দুস্তান টাইমস