তিন দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে টানা ৩ দিনের সরকারি ছুটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি। এর পরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
টানা তিনদিনের ছুটি পেয়ে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজের গ্রামের বা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। কেউ আবার ট্যুর প্লান করছেন পর্যটন কেন্দ্রে যাওয়ার।
আরও পড়ুন: নির্বাচনের আগে সিএমপির ১৬ থানার ওসি রদবদল
হিজরি ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
আরও পড়ুন: স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসকসহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
সাপ্তাহিক দুদিন ছুটির সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি পড়ায় সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি কাটানোর বড় সুযোগ তৈরি হয়েছে।
টানা তিনদিনের ছুটির কারণে ইতোমধ্যে বাস, লঞ্চ ও রেলস্টেশনে টিকিটের চাহিদা বেড়ে গেছে। আকাশপথেও অনেকেই ঢাকা ছাড়ছেন।
এদিকে টানা তিনদিনের ছুটির কারণে পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা।
কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে। তারা জানিয়েছেন, এরই মধ্যে তারকা মানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। এছাড়া পর্যটন দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী জমকালো আয়োজন করেছে জেলা প্রশাসক। কুয়াকাটায়ও অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে।





