কোটা আন্দোলনকারীদের যে পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৪ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ১১ জুলাই ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না তাদের প্ররোচনায় বা ষড়যন্ত্রে পা না দিয়ে কোটা আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই পরামর্শ দেন।

ফরহাদ হোসেন বলেন, আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে কোটা পদ্ধতির সংস্কার হওয়া উচিৎ। একদল মানুষ আছে যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের প্ররোচনায় পড়ে আন্দোলনে যাবেন না। কোটার বিষয়টির সহজ সমাধান আদালতেই হবে। পানির মত সহজ বিষয়টি কে কঠিন করছে? যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলনকারীরা আদালতে যাক। আদালত সবার কথা শুনে সুন্দর সমাধান দেবে। আদালতে না গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন অযৌক্তিক।

আরও পড়ুন: নির্বাচনের আগে সিএমপির ১৬ থানার ওসি রদবদল

এখনও যারা কোটা আন্দোলন করছেন তাদের বলি- আমি একজন শিক্ষক। আদালতের বিষটি আদালতেই নিষ্পত্তি করতে হবে। কোটা সংস্কার কমিশন গঠন করা হবে কিনা- জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, সবকিছুই সম্ভব যদি এখানে আদালতের বিষয় না থাকতো। আদালতের বিষয় আদালতে সমাধান হোক। এই সমাধানের পর যদি আরও কিছু আলোচনা করতে হয়, সেটি আলোচনা করার জন্য আমরা সবসময়(প্রস্তুত)।  দেশের কল্যাণে, আমাদের শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের সন্তানদের কল্যাণ যা করা লাগে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।