নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩০ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর বেলাবতে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাতে ৮ টার দিকে স্থানীয় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ। 

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

নিহত আজীমূল কাদের ভূঁইয়া (৪৫) বেলাব উপজেলার বাজনাবো ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন। তিনি বাজনাবো ইউনিয়নের বীর বাঘব গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। 

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিহত আজীমূল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি পরও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন বুধবার বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারই ভাগ্নে মো. উমর ফারুক।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

ঘটনার বিষয়ে স্বজনদের সাথে কথা বলে জানা যায়, নিখোঁজ হওয়ার ১০-১২ দিন আগে নিহত আজীমূল তার ব্যবসা প্রতিষ্ঠান পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিককে কাজে নিয়োগ দেন। তাদের একজনের নাম রুবেল হলে ও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য তাদের জানা নেই। ওই দুই শ্রমিকের নাম-ঠিকানা সম্পর্কে নিহতের পরিবার কিংবা এলাকাবাসী কেউই কিছু জানেন না। ঘটনার পর থেকেই পোল্ট্রি খামারের ওই দুই শ্রমিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি নিহত আজীমূলের খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এতে করে ঘটনাটি আরও রহস্যজনক বলে মনে করছেন স্বজনরা।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, কেন এই হত্যাকান্ড তা এখনও বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পোল্ট্রি ফার্মের মুগরী লুট করার জন্যই সম্ভবত তাকে হত্যা করা হতে পারে। পোল্ট্রি ফার্মের ওই দুই কর্মচারীকে গ্রেফতার করতে পারলেই হত্যাকান্ডের মূল রহস্য বের হয়ে আসবে। ইতিমধ্যে আসামীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।