তারেক রহমানের নির্দেশে সুব্রত চৌধুরীকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৫ | আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাড. সুব্রত চৌধুরীর শারীরিক খোঁজখবর নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। 

আজ দুপুর ১২টায় তিনি হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি তার চিকিৎসক ও  পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। 

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

এ্যাড.সুব্রত চৌধরি ১০ দিন ধরে জ্বরে ভুগছেন, তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়লে গতকাল তিনি হাসপাতালে ভর্তি হন। তার অসুস্থতার খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে গিয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। হাসাপাতালে আরও উপস্থিত ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি ডা. জাহিদুল কবির।