ঈদ শুভেচ্ছার জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৫ | আপডেট: ১:০২ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। 

গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক (এডমিন) খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন যথাক্রমে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব মো. আব্দুস সাত্তার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস মেহেদী হাসানের কাছে। 

আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা

উল্লেখ্য, প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। পরে পবিত্র ঈদুল ফিতরের দিন তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব