চারুকলায় ফেসিস্টের মুখাকৃতিতে আগুন দেওয়া ব্যক্তি চিহ্নিত, ধরতে অভিযান চলছে

AK Azad
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ৮:৫৭ পূর্বাহ্ন, ১২ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এর নববর্ষের আনন্দ যাত্রার নির্মিত ফ্যাসিস্টের মুখাকৃতি আগুনে জ্বালিয়ে দেওয়া ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। সিসিটিভির ভোটে যে তাকে কালো মাক্স পড়ে আগুন দিতে দেখা যায়। গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে চিহ্নিত করেছে। আগুন দেওয়া ব্যক্তিটিকে আটক এ অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক জানান সিসিটিভি ফুটেজ সহ তথ্য প্রযুক্তির মাধ্যমে আগুন দেওয়ার ব্যক্তি ও সহযোগীদের চিহ্নিত করা গেছে। তাদের দরতে অভিযান চলছে বিশ্ববিদ্যালয় এলাকা ও চারুকলার শোভা যাত্রার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল জানান, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে। একইসাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুন লাগানো হয়েছে৷  

প্রসঙ্গত, এ বছর বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ-বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল দৈত্যাকৃতির “ফ্যাসিবাদী প্রতিকৃতি”, যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। যেখানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে ছিল শিংয়ের মতো অবয়ব। প্রতিকৃতিতে ইতোমধ্যেই প্রলেপের কাজ শেষ হয়েছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটিই ছিল এবারের শোভাযাত্রার প্রধান মোটিফ।

আরও পড়ুন: খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা