নির্বাচনের আগে দুর্নীতি দূর করার অঙ্গীকার বাণিজ্য উপদেষ্টার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৪৬ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশ থেকে দুর্নীতি দূর করার অঙ্গীকার করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তার মেয়াদে বাজার ব্যবস্থাপনার সিন্ডিকেটকে নির্মূল করা সম্ভব হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, গত এক বছরে রিজার্ভ বৃদ্ধি সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ অর্জন হয়েছে।

আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

শেখ বশিরউদ্দীন বলেন, “আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করব।” তিনি আরও জানান, নির্বাচনের আগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং জ্বালানি সংকট দূর করার ক্ষেত্রে সরকার মধ্যমর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবে।