ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:০০ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন সেকেন্ড সেক্রেটারি মিস. কেট ওয়ার্ড।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করা হয়। সারাহ কুক জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

আলোচনায় ডাকসু নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী জাতীয় নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয় উঠে আসে।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল