বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৩ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) মঙ্গলবার বাংলাদেশ পুলিশের আইজিপি, বাহারুল আলম বিপিএম-এর সাথে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও কর্মদক্ষতা উন্নয়নের জন্য ৪৯টি কম্পিউটার এবং ৪৯টি প্রিন্টার প্রদান করা হয়।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

আইজিপি বাহারুল আলম রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশ পুলিশের সহযোগিতা চীনের সাথে অব্যাহত থাকবে।”

চীনের রাষ্ট্রদূত এসময় বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আইজিপির সহযোগিতা কামনা করেন। আইজিপি এই বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

সাক্ষাতকালে চীন দূতাবাস ও বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।