এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসাতে গণঅভ্যুত্থান করিনি: নাহিদ ইসলাম
এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে আমরা গণঅভ্যুত্থান করিনি।
একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না বলে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পোস্ট অফিসের সামনে জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোটের নরসিংদী-২ (পলাশ) আসনের এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তার আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি বিএনপির নানা সমালোচনা করে আগামী ১২ ফেব্রুয়ারী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন তিনি।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সহিংস রূপ ধারণ করেছে। তারা হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি করছে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ গত ১৭ বছরে যে অভিজ্ঞতা দিয়েছে, বিগত ১৭ মাসে তারা একই ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা আওয়ামীলীগকে তাদের এসব কর্মকাণ্ডের কারণেই বিতাড়িত করেছিলাম। তাই আমরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের সবশক্তি ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে, আমরা ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের বিতাড়িত করবো।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনের ১১ দলের সমর্থিত প্রার্থী সারোয়ার তুষার এর সভাপতিত্বে উক্ত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা নাগরিক পার্টির সদস্য সচিব আওলাত হোসেন জনি, জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফাহিম রাজ অভি, সদস্য সচিব আবরার হোসাইন রিফাত, পলাশ উপজেলা এনসিপির আহ্বায়ক আল-হাসিব ভূঁইয়া, সদস্য সচিব ফয়সাল আহমেদ, পলাশ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, খেলাফত মজলিশের এমপি প্রার্থী নুরুল আফসার শাহিন, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সাল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক রাফায়েত রোমানসহ এনসিপি ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।





