নবম দিনে লাগাতার অনশনে শিক্ষকরা, শ্লোগানে শহীদ মিনার ও পার্শ্ববর্তী এলাকা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি আদায়ে টানা নয় দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। সরকারের সাম্প্রতিক বাড়িভাড়া ভাতা সংক্রান্ত ঘোষণাকে ‘অপর্যাপ্ত ও অবমাননাকর’ আখ্যা দিয়ে তারা সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
এর আগে রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) প্রদান করা হবে।
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
তবে এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে শিক্ষকরা বলেন, বর্তমান ব্যয় ও জীবনযাত্রার সঙ্গে এ বাড়িভাড়া ভাতা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, শত শত শিক্ষক ও কর্মচারী সেখানে অবস্থান করছেন। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ আবার নিজেদের মধ্যে পরামর্শ করছেন।
আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের ঘোষণাটি শিক্ষকদের প্রতি অবমূল্যায়ন এবং এটি কোনোভাবেই ন্যায্য দাবি পূরণ করে না।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। কিন্তু ৫ অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে ‘ভুখা মিছিল’ বের করলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন তারা। পরে বিকেল পৌনে ৫টার দিকে তারা শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন।
সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, সরকারের এই সিদ্ধান্ত শিক্ষক সমাজের প্রতি অবমাননাকর। আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।
শিক্ষকরা দাবি জানিয়েছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্তদের জন্য যথোপযুক্ত ভাতা কাঠামো পুনর্নির্ধারণের।





