প্রতিবাদকে অপরাধ বানিয়েছিলেন শেখ হাসিনা: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময়ে প্রতিবাদকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
শফিকুল আলম বলেন, ১৯৭৫-এর বাকশাল কায়েমের পরিকল্পনা শেখ মুজিব করেছিলেন, কিন্তু সেটি শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। তখন সমস্ত গণমাধ্যম একই সুরে একই বয়ান প্রচার করছিল, নয়া দিগন্তসহ কয়েকটি গণমাধ্যম ছাড়া।
তিনি আরও বলেন, সংবাদপত্রের ভূমিকা বিপ্লব ও দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইংরেজি পত্রিকাগুলো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার সাহস দেখাতে পারছিল না। দমন-পীড়নের ঘটনা প্রকাশ করা জরুরি ছিল।
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
শফিকুল আলম বলেন, তাদের ওপর চাপিয়ে দেওয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিবাদই ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এসব লিখে রাখা আমাদের নৈতিক দায়িত্ব।





