জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভুটানের প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৪ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর ভুটানের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সকালে গণমাধ্যমে এসব তথ্য জানান।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

এর আগে, শনিবার সকালেই শেরিং তোবগে রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।