নিখোঁজ কিশোর নূর হোসাইনকে খুঁজে পেতে মানবিক আবেদন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ নূর হোসাইন (১২)। নিখোঁজের ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি ডেনিমেক্স কারখানা এলাকা থেকে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় নূর হোসাইন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে রবিউল স্কুল একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
নূর হোসাইনের উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট।
পরিবারের সদস্যরা জানান, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো তথ্য মেলেনি। সময় যত গড়াচ্ছে, উদ্বেগ তত বাড়ছে। একটি শিশু এভাবে হারিয়ে যাওয়ায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে।
আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ
যদি কেউ নূর হোসাইনের সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে ছবিতে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের সহযোগিতা জরুরি।
মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে, খবরটি বেশি বেশি শেয়ার করে নূর হোসাইনকে খুঁজে পেতে সহায়তা করুন।





