নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যৌথবাহিনী পরিচালিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নরসিংদীর আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে শীঘ্রই সেনা, পুলিশসহ যৌথবাহিনীর অভিযান পরিচালিত হবে। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদীর পুলিশলাইনসে জেলা পুলিশের অস্ত্রাগাড়, হাসপাতাল, রেশনসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বলেন।

আরও পড়ুন: আইজিপি ও ডিএমপি কমিশনার পরিবর্তনে নানা গুঞ্জন

তিনি আরও বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ার আছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এসময় তিনি পুলিশ লাইন চত্বরে বৃক্ষরোপণের পাশাপাশি পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

আরও পড়ুন: পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।