রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয় নির্বাচন কমিশনের গাড়িবহর। সিইসির নেতৃত্বে পূর্ণ কমিশনই রয়েছে এ প্রতিনিধিদলে।
আরও পড়ুন: রিজওয়ানা হাসান তথ্য, আদিল এলজিআরডি ও আসিফ নজরুল যুব ও ক্রিয়ার দায়িত্বে
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিয়োগ পাওয়া নাসির কমিশন কোনো বড় নির্বাচনের অভিজ্ঞতা ছাড়াই প্রথমবারের মতো জাতীয় ভোট আয়োজনের দায়িত্ব পালন করতে যাচ্ছে। নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতির সামনে উপস্থাপন করবেন সিইসি।
সাক্ষাতের পর সিইসি জাতীয় উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি: রয়টার্স





