বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের দুই দিনের মাথায় এই কূটনৈতিক পদক্ষেপ নিল দিল্লি।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়। দিল্লির একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: বিদেশে শ্রমশক্তি রপ্তানির বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশি কিছু রাজনৈতিক নেতার ‘ভারতবিরোধী’ বক্তব্যের প্রতিবাদ জানাতে এই তলব করা হয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ (ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট) জানানো হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই মূলত ভারতের উদ্বেগ তৈরি হয়েছে। ওই নেতা অভিযোগ করেছিলেন, বাংলাদেশ ভারতের দিল্লিবিরোধী শক্তিকে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় সহায়তা করবে।
আরও পড়ুন: হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার
এ ছাড়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, হামলায় অভিযুক্তদের ভারত মদদ দিচ্ছে।
তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে—এমনটাই ভারত আশা করে।





