সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা মারা গেছেন
রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর)আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন। রোববার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গুলশানের বাসায় দুপুর পৌনে ১২টায় অজ্ঞান হয়ে পড়েন নাদিম মোস্তফা। এ সময় তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো বলেন, বানেশ্বর, দুর্গাপুর ও রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি জানাজা শেষে মরদেহ হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে রাজশাহী-৪ (বাঘমারা) আসন থেকে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি





