বিকৃত যৌনাচার ও ভিডিও ধারণ, বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ন, ০১ মে ২০২৫ | আপডেট: ১০:৪৭ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত


রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিকৃত যৌনচার ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানায় ভাটারা থানা পুলিশ।

 সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় দুই নারী চাবুক দিয়ে পেটাচ্ছেন এক পুরুষকে। এছাড়াও অন্য বস্তু দিয়েও আঘাত করতে দেখা যায় ওই ভিডিওতে।

আরও পড়ুন: একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যানসারে পরিণত করেছে: রিজভী

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিডিএসএম নামে বিকৃত যৌনচার চালিয়ে আসছে একটি চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানা যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী।

ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আটককৃত দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের পর বিষয়টি আরও ভালোভাবে জানা যাবে।’