‘গণভোটের সুযোগ নেই, অন্তর্বর্তী সরকার সংকট তৈরি করেছে’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৫ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার নিজেরাই তৈরি করেছে। সরকারকে মিথ্যা বলা ও জাতির সঙ্গে প্রতারণা না করার আহ্বান জানান তিনি।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

আরও পড়ুন: মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

মির্জা ফখরুল বলেন, একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু সেটি কখনো সম্ভব নয়, কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি আজও ষড়যন্ত্রে লিপ্ত, যারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল—জাতি তা ভুলে যায়নি।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না। আমাদের ৩১ দফায় সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরা সংস্কারের পক্ষেই আছি। পিআর হবে কি না, সে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ। কিন্তু পিআর না হলে নির্বাচন হবে না—এ কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়া সম্পর্কে জনমনে উদ্বেগ বেড়েছে

সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন। তাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে অনুরোধ করছি, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”