লন্ডনের পথে ডা. জোবাইদা রহমান
পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডন ফিরে গেছেন জুবাইদা রহমান।
শনিবার সকাল সাড়ে ৮টায় হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ( বিজি-২০১) লন্ডন রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
আরও পড়ুন: হাদির শুরু করা সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা আখতার হোসেনের
তিনি বলেন, ‘‘ ভাবী লন্ডন ফিরে গেছেন। ইনশাল্লাহ জনাব তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার।’’
‘‘ নির্দিষ্ট সময়ে বিমানটি ছেড়েছে। এই ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্ররো বিমান বন্দরে পৌছাবে।”
আরও পড়ুন: হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, চিকিৎসা নিচ্ছেন বাসায়
গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে। বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য জুবাইদা রহমান সার্বক্ষনিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কাজ তদারকি করেছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।
গত ২৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবণতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে(সিসিইউ) নিয়ে চিকিৎসা দেয়া হয়।
বুধবার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এক মাসের মধ্যে বেশি স্থিতিশীল অবস্থায় আছেন। মেডিকেল বোর্ড আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
এরকম সংবাদের পরদিন ১৭ বছরের সংসার গুচিয়ে দেশে ফিরতে লন্ডন গেলেন জুবাইদা রহমান।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডন পাড়ি জমান।





