ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৩৬ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে ইসি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিলের ঘোষণা দেয়।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন সূত্র জানায়, মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ সংক্রান্ত কাগজপত্র ও প্রমাণাদি পর্যালোচনা করা হয়। শুনানি শেষে কমিশন তার মনোনয়ন বৈধ না হওয়ার সিদ্ধান্তে পৌঁছায়।

এর আগে একই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন। সেই আপিলের প্রেক্ষিতেই শনিবারের শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন আইন অনুযায়ী ঋণ খেলাপি প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। আইন ও বিধিমালা অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।

মনোনয়ন বাতিলের ঘটনায় কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।