আজ আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখবেন যেভাবে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ১৫ জুন ২০২৩ | আপডেট: ৭:৪৭ পূর্বাহ্ন, ১৫ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন এশিয়া সফরে। 

আজ (বৃহস্পতিবার) প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে মেসি-ডি মারিয়ারা। বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি মাঠে গড়াবে। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

অস্ট্রেলিয়ার সঙ্গে আর্জেন্টিনার আটবার লড়াইয়ের প্রথম সাক্ষাতে (১৯৮৮ সালে) হেরেছিল লাতিন আমেরিকার জায়ান্টরা। কিন্তু পরের ৭ ম্যাচের ৬টিতে তারা জিতেছে। ড্র একটি।

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ৮ বারের দেখায় সবচেয়ে বেশি গোল করেছে আর্জেন্টিনা। তারা করেছে ১৭ গোল আর অস্ট্রেলিয়া করেছে ৮ গোল। 

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

যেভাবে খেলা দেখা যাবে-

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আজকের ম্যাচটি সরাসরি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখাবে না। অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল 10 এবং লাইভ স্ট্রিমিং প্যারামাউন্ট প্লাস ও 10 প্লেতে সরাসরি দেখা যাবে।

তবে বিশ্বের যে কোনো স্থান থেকে লাইভ স্ট্রিমিং সাইট ফ্যানাটিজ-এ সরাসরি দেখা যাবে। আর ফোটমোবে (fotmob) লাইভ স্কোর দেখতে চোখ রাখুন ।