আফগান শিবিরে তোপ দাগাচ্ছেন শরীফুল-তাসকিন
শুরুতেই শরীফুলের জোড়া আঘাতে চাপে পড়েছে সফরকারী আফগানরা। শরীফুলের জোড়া আঘাতের পর তাসকিন, এরপর আবারও শরীফুল। আফগান শিবিরে যেন একের পর তোপ দাগাচ্ছেন বাংলাদেশের পেসাররা। ইনিংসের তৃতীয় ওভারে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন শরীফুল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানকে(১) আউট করার ওভারেই রহমত শাহকে(০) ফেরান শরীফুল।
এরপর তাসকিন আহমেদও নাম লেখালেন উইকেটের খাতায়। ফেরালেন আগের ম্যাচে ঝড় তোলা রহমানউল্লাহ গুরবাজকে(৬)। দলীয় স্কোরবোর্ডে এক রান যোগ হতেই আফগান শিবিরে তৃতীয় আঘাত হানেন শরীফুল। এবার তার শিকার মোহাম্মদ নবী(১)।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র শেষ, কে কোন গ্রুপে খেলবে?
১১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২ রানে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে আছেন নাজিবুল্লাহ ও হাশমতউল্লাহ শহীদি।
বাংলাদেশ একাদশ
আরও পড়ুন: দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর, আব্দুল রহমান।





