আল-হিলাল ক্লাবে যাচ্ছেন না এমবাপ্পে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৩ | আপডেট: ৮:৪২ পূর্বাহ্ন, ২৫ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফ্রান্সের তারকা খেলোয়ার কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে ক্রমাগত জলঘোলা হয়েই যাচ্ছে। পিএসজির সঙ্গে এক বছরের চুক্তি থাকতেই এমবাপ্পে জানিয়ে দিয়েছেন মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন তিনি। তারপর থেকেই পিএসজি কর্তৃপক্ষও তার ওপর চটে গেছে। তারা মৌসুম শেষে বিনামূল্যে এমবাপ্পেকে ছাড়তে চাচ্ছে না। এরই মধ্যে সৌদি আরবের ক্লাব আল হিলালের পক্ষ থেকে ১ বিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিলো এমবাপ্পেকে। তবে এই প্রস্তাব নাকি নাকচ করে দিয়েছেন এমবাপ্পে, এমনটিই জানিয়েছেন ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম।

মঙ্গলবার (২৫ জুলাই) গোল ডট কম তাদের এক প্রতিবেদনে জানায়, এমবাপ্পেকে দেওয়া আল-হিলালের বড় অঙ্কের প্রস্তাবে না করতে চলেছেন তিনি। ফলে সৌদি আরবের লিগে যাওয়া হচ্ছে না ফরাসি তারকার।  

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

এদিকে গোল ডট কমের এই প্রতিবেদনের ঠিক বিপরীত খবর জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তারা জানায়, আল-হিলালে সম্ভাব্য ট্রান্সফার নিয়ে ক্লাবটির সঙ্গে আলোচনার অনুমতি দিয়েছেন এমবাপ্পে।

গোল ডট কমের প্রতিবেদন অনুযায়ী আল-হিলালের দেওয়া ১ বিলিয়ন ডলারের প্রস্তাবের মধ্যে ট্রান্সফার ফি বাবদ পিএসজি পাবে ৩০০ মিলিয়ন ইউরো। আর ৭০০ মিলিয়ন পাবেন এমবাপ্পে নিজে। আল-হিলালের দেওয়া বিশাল অঙ্কের প্রস্তাবে রাজি হয়ে গেছে পিএসজি কর্তৃপক্ষ। তবে এমবাপে নিজে এমন বড় অঙ্কের প্রস্তাবে সাড়া দিতে চান না। 

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

মাত্র ১ বছরের চুক্তি হলেও ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে যেতে চান না এমবাপ্পে। এদিকে, পিএসজি কর্তৃপক্ষ আগেই জানিয়েছে এই  মৌসুমে দল না ছাড়লে বাঁ ক্লাবের সঙ্গে নতুন চুক্তি না করলে আগামী মৌসুম পুরোপুরি বেঞ্চে বসেই পার করতে হবে এমবাপ্পেকে। এমন কঠিন শর্ত মেনেও বেঞ্চে বসে থাকতেও রাজি এমবাপ্পে। 

এমবাপপের মূল উদ্দেশ্য এই মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া। ইতোমধ্যেই নাকি রিয়ালের সঙ্গে এমবাপ্পের মোউখিক কথাও হয়ে গিয়েছে বলে জানা গেছে। 

তার মূল লক্ষ্য, আরও এক মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া। এজন্য নাকি স্পেনের ক্লাবটির সাথে মৌখিক কথাও বলে ফেলেছেন তিনি।