টানা দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল ভারত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৩ | আপডেট: ৬:২০ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের তরুণ টি-২০ দল টানা দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল। রবিবার রাতে ত্রিনিদাদের প্রভিডেন্স পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। ওপেনার ইশান কিষাণ ২৩ বলে ২৭ রান করলেও অন্য ওপেনার শুভমন গিল (৭) ব্যর্থ হন। রান পাননি তিনে নামা সূর্যকুমার যাদবও (১)। 

তবে চারে নামা তিলক ভার্মার ব্যাট থেকে আসে ৪১ বলে ৫১ রান। পাঁচটি চার ও একটি ছক্কা তোলেন এই তরুণ। পাঁচে নামা সানজু স্যামসন এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন। তাকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে সমালোচনা তুঙ্গে। পরে হার্ডিক পান্ডিয়া ১৮ বলে  ২৪ ও অক্ষর প্যাটেল ১২ বলে ১৪ রান করেন। 

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে। স্বাগতিকরা ৩২ রানে হারায় তৃতীয় উইকেট। সেখান থেকে নিকোলাস পুরানের ব্যাটে জয় তুলে নিয়েছে ভারতে অনুষ্ঠেয় পঞ্চাশ ওভারের বিশ্বকাপে জায়গা না পাওয়া বিশ্ব চ্যাম্পিয়নরা। নিকোলাস পুরান দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন। ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। 

যদিও ম্যাচ জিততে দলটির লোয়ার অর্ডারের ব্যাটারদের বড় ভূমিকা পালন করতে হয়েছে। পাঁচে নামা অধিনায়ক রোভম্যান পল ২১ রানের ইনিংস খেলেন। সিমরন হেটমায়ার খেলেন ২২ রানের ইনিংস। নয়ে নামা আকিল হোসাইন ১৬ ও দশে নামা আলজারি জোসেন ১০ রান করে দলকে জয়ের বন্দরে ভেড়ান। ৫ ম্যাচের এই সিরিজে ক্যারিবীয়রা ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

ভারত:১৫২/৭(২০):: ওয়েস্ট ইন্ডিজ ১৫৫/৮(১৮.৫)