আজ সাফ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৫:৪১ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের শিরোপা জয় নাকি ভারতের প্রতিশোধ, সেই উত্তরের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। কমলাপুর স্টেডিয়ামে দুদলের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভুটান। 

প্রথম ম্যাচের ২৪ ঘণ্টাও পেরোয়নি, কমলাপুর স্টেডিয়ামে সাগরিকা-আফিদারা। ব্যস্ত সূচিতে বিশ্রামের সময় কম, নেপাল বাধা পেরিয়েই কষতে হচ্ছে ভারতবধের ছক। জিতলে ফাইনাল নিশ্চিত, ড্র কিংবা হারেও সম্ভাবনা টিকে থাকবে। অর্থাৎ, চাপ আছে আবার নেই। কিন্তু প্রতিপক্ষ ভারত বলে লড়াইটা মর্যাদার।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দলের হেড কোচ সাইফুল বারী বলেন, ভুটান আমাদের যে স্পেস দিয়েছে সে স্পেস দেয়া যাবে না ভারতের জন্য। আমরা প্রেসার নিচ্ছি না। কারণ, মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আমরা ভালো করব ইনশাআল্লাহ।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ভারতের নাম শুনলে যে ভয় পাই তা না। ওরাও খেলতে এসেছে, আমরাও খেলতে এসেছি। ওদের চেয়ে আমাদের চাওয়াটা অনেক বেশি। কারণ, আমরা আগেরবার শিরোপাটা জিতেছি। এবারও শিরোপাটা ধরে রাখার চেষ্টা থাকবে আমাদের। 

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

দলে ইনজুরি নেই, ভারতের বিপক্ষে অপরিবর্তিত একাদশের ইঙ্গিত দিয়েছেন সাইফুল বারী। শুক্রবার একাদশে খেলা ফুটবলাররা শনিবার রিকভারি সেরেছেন, বাকিরা নিয়ম মেনে অনুশীলন করেছেন। কম সময় হলেও ম্যাচ সিনারিওতে হয়েছে প্রস্তুতি।

ম্যাচের আগের দিন নেপাল, ভুটান অনুশীলন বাতিল করেছে। তবে ভারত মাঠের প্রস্তুতি সেরেছে। হেড কোচ শুক্লা দত্তর কাছে এ ম্যাচ ফাইনালের আগে আরেকটি ফাইনাল।

ভারত অনূর্ধ্ব ১৯ নারী দলের হেড কোচ শুক্লা দত্ত বলেন, আমার কাছে ম্যাচটি ভীষণ ভাইটাল। আমি এটাকে অনেক গুরুত্ব দিচ্ছি। কারণ, দুটো দলই খুব ভালো। বাংলাদেশ খুবই ভালো দল।

অনূর্ধ্ব ১৯ দলের চার মুখোমুখিতে সমান জয় দু’দলের। এবারের পদ্মা-গঙ্গা লড়াইয়ে স্বাগতিক দর্শক বাংলাদেশের অ্যাডভান্টেজ