এবারের বিপিএলে কোন ছক্কা মারতে পারেননি শান্ত!

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১২:৫১ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন বছর, নতুন সূচনা, কিন্তু নাজমুল হোসেন শান্তের জন্য সময় যেন থেমে আছে। গত বছরের বিপিএলে অসাধারণ পারফরম্যান্সের পর এবার তিনি নিরুদ্দেশ। আশ্চর্যজনকভাবে এবারের বিপিএলে কোন ছক্কা মারতে পারেননি শান্ত।

গত বিপিএলে ঝড় তুলেছিলেন শান্ত। ৪টি ফিফটি সহ ৩৯.৭০ গড়ে ৫১৬ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছিলেন। সিলেটকে রানার্সআপ করার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য। এবারও শান্তর উপর ছিল প্রত্যাশার ভার। কিন্তু তিনি হতাশ করেছেন সকলকে। ১২ ম্যাচে ১৪ গড়ে মাত্র ১৭৫ রান করেছেন। স্ট্রাইক রেটও মাত্র ৯৩.৫৮।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

এই বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের টপ অর্ডারের ভার থাকবে শান্তর উপর। কিন্তু বর্তমান ফর্মে তিনি কি সেই দায়িত্ব পালন করতে পারবেন? ঘরের মাঠে বিপিএল ছাড়া ভালো মঞ্চ বলতে বাকি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজ। শান্ত নিশ্চয়ই সেসব হিসেব মাথায় রাখছেন। বাংলাদেশ দলের তিন ফরম্যাটের দায়িত্ব যখন তার কাঁধে, তখন তাকে দ্রুত ফর্মে ফিরে আসতে হবে।