কুবিতে ১৩ নভেম্বর শুরু আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

AK Azad
কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৪ | আপডেট: ৪:৩১ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে ৷ রবিবার বিকাল ৩ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০২ নাম্বার কক্ষে ক্রীড়া কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিনের সঞ্চালনায় ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ টি বিভাগকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়৷ গ্রুপের প্রতিটি দল নিজ গ্রুপের অন্য দলের মুখোমুখি হবে৷ টুর্নামেন্টের প্রথম খেলা শুরু হবে আগামী ১৩ই নভেম্বর। সকাল এবং বিকাল মিলে দিনে মোট ৪ টি খেলা অনুষ্ঠিত হবে।

গ্রুপ 'এ' তে রয়েছে ইংরেজি বিভাগ, লোকপ্রশাসন বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, আইন বিভাগ ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

গ্রুপ 'বি' তে রয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ, গণিত বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ।

গ্রুপ 'সি' তে রয়েছে অর্থনীতি বিভাগ, আইসিটি বিভাগ,  ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, বাংলা বিভাগ এবং মার্কেটিং বিভাগ।

গ্রুপ 'ডি' তে রয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পরিসংখ্যান বিভাগ, রসায়ন বিভাগ ও পদার্থ বিজ্ঞান বিভাগ।

ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, আমরা সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার। তাই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি৷ দায়িত্ব পাওয়ার পর থেকেই ভাবছি এমন কিছু একটা করবো৷ আমাদের প্রতিটি খেলার জন্য আলাদা পরিকল্পনা রয়েছে৷ আমরা চেষ্টা করছি ১৯ টি বিভাগকেই জার্সি দেওয়ার। আশাকরি তা পারবো।